মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরের মনিপুরী নারী রাধাবতী দেবী, যিনি ১৯৭৫ সাল থেকে তাঁতশিল্পে যুক্ত, সম্প্রতি বাংলাদেশের তাঁতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে শাড়ি বুনন করে দেশের হস্তশিল্পে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির আমন্ত্রণে রাধাবতী দেবী বান্দরবানে যান। সেখানে তিনি স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি ও শাড়ি বুননের প্রশিক্ষণ দেন। মাত্র আট দিনে তিনি কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে একটি শাড়ি বুনন করেন, যা দেশের ইতিহাসে প্রথম। এই শাড়িটি পরে তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়, যা রাধাবতী দেবীর কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। রাধাবতী দেবী বলেন, প্রথম যখন এই চ্যালেঞ্জ নিই, তখন অনেকেই বলেছিল কঠিন কাজ সফল না...