নতুন প্রজন্মের বিক্ষোভকারীদের দুর্নীতিবিরোধী সহিংস প্রতিবাদের মুখে সরকার পতনের পর হিমালয় অধ্যুষিত নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকার। আর এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সুশীলা আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) তার মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেছেন। খবর এএফপির। বিক্ষোভ চলাকালে আগুনে ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্টের কার্যালয়কে পেছনে রেখে ভবনের বাইরে শামিয়ানার নিচে আজ সোমবার এক অনুষ্ঠানে নতুন সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল। দেশটির সরকারি টেলিভিশনে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমরে ওপর নিষেধাজ্ঞার কারণে শুরু হওয়া এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভ ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং দ্রুতই এর তীব্রতা বেড়ে যায়, যার ফলে সংসদ ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে আগুন দেওয়া হয়। এক দশকের দীর্ঘ গৃহযুদ্ধ এবং...