ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি তুলেছেন, রবিবারের ম্যাচ ছিল পাতানো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ থেকে পেয়েছে ১ হাজার কোটি রুপি। রাউতের অভিযোগ, বিজেপি ও সভাপতি জয় শাহর প্রভাবে ভারতীয় বোর্ড খেলোয়াড়দের বাধ্য করেছে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে, যদিও তারা এই ম্যাচ খেলতে রাজি ছিল না। সোমবার আরও কড়া ভাষায় ভারতীয় বোর্ডকে আক্রমণ করে রাউত বলেন, “ম্যাচটা পাতানো ছিল। ১.৫ লাখ কোটি রূপির জুয়া থেকে ৫০ হাজার কোটি গেছে পাকিস্তানে। অমিত শাহর ছেলে পাকিস্তানকে টাকা দিয়েছে। ওদের কৌশল হলো পাকিস্তানকে অর্থ জোগানো, যাতে সন্ত্রাসবাদ শক্তিশালী হয় এবং পরে তারা আমাদের আক্রমণ করে—এর মধ্য দিয়ে রাজনৈতিক সুবিধা নেয়া যায়।” তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি রাউত। তিনি...