পুলিশ তাদের বাধা দিলে তারা আরও মারমুখি হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বিঘিœত হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামি হলেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম.ম....