অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মোরশেদ আলমের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর এ মামলায় মোরশেদ আলমকে গ্রেফতার দেখানো হয়। গত ৪ মে দুদক উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মোরশেদ আলমসহ তিনজনকে আসামি করা হয়। মামলার অন্য দুই আসামি হলেন মোরশেদ আলমের ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল...