সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, গুলশান আরা দীর্ঘ সাত বছর ধরে ওই বাসায় একা ভাড়া থাকতেন। তার কোনো সন্তান নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহতের বোন খুশি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বোনের সঙ্গে তার দেখা ও কথা হয়। বোন বাজারে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। খুশি আরও জানান, গুলশান আরা আগে থেকেই...