মাদক গ্রহণ ও কয়েকজনকে মারধরের অভিযোগে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম—এনডিটিভি বলছে, এসব শিক্ষার্থী ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের’ (আইসিসিআর) বৃত্তি নিয়ে সেখানে ভর্তির সুযোগ পেয়েছেন। সংবাদমাধ্যমটি বলছে, গত ৮ সেপ্টেম্বরের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় এনআইটি কর্তৃপক্ষ। সেদিন তৃতীয় বর্ষের কয়েকজন একই প্রতিষ্ঠানের কয়েক বাংলাদেশি শিক্ষার্থীর ওপর হামলা চালায়। হামলার সময় তাদের মাদকাসক্ত থাকার কথা তুলে ধরে খবরে বলা হয়, হামলাকারীরা রড, ছুরি স্ক্রু ড্রাইভার নিয়ে শেষ বর্ষের শিক্ষার্থীদের মারধর করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। খবরে বলা হয়, আহত কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে...