গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়েন। গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত ৬ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানান, নুরুল হক নুরের শর্ট-টাইম মেমোরি লস (স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি হ্রাস) হয়েছে। এর দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের মাথায় যে ধরনের আঘাত তাতে তাঁর মেমোরি লস হওয়ার কোনো শঙ্কা নেই। পুরোপুরি সুস্থ হতে...