বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র দাবি, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, বলা হচ্ছে যে চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে প্রথম সন্তানের মা হবেন তিনি। এ ছাড়াও বলা হয়েছে, সন্তান জন্মের পর অভিনেত্রী কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন এবং সন্তানকে নিয়েই ব্যস্ত থাকবেন। তবে এখনও এই বিষয়ে ক্যাটরিনা বা ভিকি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বা কিছুই বলেননি। এদিকে, এই সুখবর প্রকাশ্যে...