বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎকেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৭ জুন যন্ত্রপাতি লুটপাট, বাংলাদেশি ও ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতনবৈষম্যসহ কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে অভিযান চালায় দুদক। বাগেরহাট জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো....