ঢাকা : কারিনা কাপুর খান। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। টানা দুই দশকের বেশি সময় ধরে যিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। তিনি প্রথম থেকেই নিজের পর্দায় চরিত্র সম্পর্কে ভীষণ সচেতন, কী করবেন, কেন করবেন, কারিনা কাপুরের কাছে তা বরাবরই জলের মতো পরিষ্কার।তবে তিনি যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে খুব একটা সময় নিয়েছিলেন এমনটা মোটেও নয়। তা বলে কি সব চরিত্রই হিট? যা করেছেন সবই কি হিটের তালিকাতে রয়েছে। এমনটা মোটেও নয়। তবে করিনা কাপুর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন।একবার কারণ জোহরের টক শো কফি উইথ করণ-এ হাজির হয়ে পরিবার নিয়ে মুখ খুলেছিলেন করিনা। তাঁর সঙ্গে সেইদিন উপস্থিত ছিলেন আলিয়া ভাট। সেখানেই কথা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি কোনওদিন পর্দায় সারা আলি...