নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসি রানী পুতুলের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মা তুলশী রানীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী হিন্দুপাড়া মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শিশুটির বাবা বাবু লাল স্থানীয় একটি হোটেলের শ্রমিক। তার স্ত্রী তুলসি রানী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। গত কয়েকদিন ধরে শিশুটি মূলত দাদি পাতানী রানীর কাছে ছিল। ঘটনার দিন সকালে শিশুটি কান্নাকাটি করলে দাদি তাকে দুধ খাওয়ানোর জন্য তুলসি রানীর হাতে তুলে দেন। কিছুক্ষণ পর ঘরে নিয়ে গিয়ে নিজের মেয়েকে গলা কেটে হত্যা...