জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর এক বৈঠকে শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানসংবলিত প্রস্তাব বিপুল সমর্থন পেয়েছে। এই রূপরেখাকে ‘বাস্তব ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রস্তাবকে বয়কট করেছে। গত জুলাই মাসে জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্স আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রথম প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। রয়টার্স জানায়, ‘নিউইয়র্ক ঘোষণা’ শীর্ষক প্রস্তাবের পক্ষে ১৪২টি ও বিপক্ষে মাত্র ১০টি ভোট পড়েছে। ১২টি দেশ ভোট দানে বিরত থাকে। শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘের সদরদপ্তরে এ ভোটাভুটি হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে হামাসের জন্য একটি উপহার হিসেবে উল্লেখ করেছে। ঘোষণাপত্রে গাজায় বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ইসরায়েলের আক্রমণ, অবরোধ এবং অনাহারের নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের...