চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন। তবে বিধি ও গঠনতন্ত্র অনুযায়ী ভোটের আশ্বাস দিয়ে নির্বাচন কমিশন বলছে, সবার সম্মিলিত অংশগ্রহণেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থী ও সংগঠনগুলোর মধ্যে চলছে নানা আলোচনা ও হিসেব-নিকাশ। এদিকে, ভোটার তালিকা প্রণয়ন, মতবিনিময়সহ নানা কর্মকাণ্ডে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা বিষয়ে পক্ষপাতের অভিযোগ কয়েকটি ছাত্র সংগঠনের। নির্বাচন কমিশনে বিএনপি ঘরানার শিক্ষকের আধিক্যের অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। তাই...