গণঅধিকার পরিষদ জানিয়েছে, নতুন কোনো জোট গঠন বা কারও সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া তাদের লক্ষ্য নয়। সংগঠনটি মনে করে, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখা একমাত্র সঠিক পথ। গণতান্ত্রিক দেশে বিভিন্ন দলের কর্মসূচি ও দাবিতে স্বতন্ত্রতা থাকা স্বাভাবিক। এই ভিন্নমতের প্রতি গণঅধিকার পরিষদ শ্রদ্ধাশীল। তবে তাদের মতে, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলে আওয়ামী ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের পথ সুগম হয়। এধরনের কোনো পদক্ষেপের সঙ্গে তারা যুক্ত হবেন না। সংগঠন ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক এবং শাহবাগে সংহতি সমাবেশের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার পথ তৈরি করেছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।...