চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক অবিশ্বাস্য ঘটনা। মৃত ভেবে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে আনা এক শিশু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে উদ্ধারের ৮ ঘণ্টা পর শিশুটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে কবর খোঁড়ার দায়িত্বে থাকা শ্রমিক শাহজাহানের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি কার্টনে করে শিশুটিকে মৃত বলে কবর দেওয়ার জন্য হস্তান্তর করে। ওই ব্যক্তি শিশুটির বয়স দুই থেকে তিন মাস জানিয়ে বলেন শিশুটি মৃত। তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ জানান। কবর খোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, নামাজের সময় হয়ে গিয়েছিল। তাই আমি শিশুটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। নামাজ শেষে ফিরে এসে সহকর্মীর কাছ থেকে জানতে পারি, কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় বাচ্চাটি নড়ছে।...