ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ ধারা ১৭৩ এ সংযোজন করা হয়েছে। এতে হয়রানিমূলকভাবে কারও নাম কোনো মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে, তদন্ত কর্মকর্তা কর্তৃক অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান রাখা হয়েছে।উক্ত অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করার লক্ষ্যে জেলা, মেট্রোপলিটন এলাকা এবং মন্ত্রণালয় পর্যায়ে তিনটি কমিটি গঠন এবং সেগুলোর কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয় এ পরিপত্র জারীর পর জননিরাপত্তা বিভাগের ০৮/১২/২০২৪ ও ১৩/০৫/২০২৫ তারিখের এ সম্পর্কিত পরিপত্র বাতিল বলে গণ্য হবে। পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল...