১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদল ভোটের নানা অভিযোগ তুলে ধরে। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস উত্তেজিত হয়ে পড়েন। এ সময় বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সামনে প্রকাশ্যে টেবিল চাপড়ান সাহস। ঢাবি ছাত্রদল সভাপতির এমন আচরণ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে ভিসির সঙ্গে সাহসের আচরণকে শিষ্ঠাচার বহির্ভূত বলে উল্লেখ করছেন। তবে কেউ কেউ বলছেন, সাহস দৃঢ়তার সঙ্গে ভোটে অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র।...