ডিজিটাল ব্যাংক খুলতে পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা এবং দলিলাদিসহ আবেদন না পাওয়ায় আবেদনের সময় আরও এক মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর।নতুন ঘোষণা অনুযায়ী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তি জারি করে। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, গত ২৬ আগস্ট ডিজিটাল ব্যাংক খোলার আবেদন আহ্বান করা হয়। ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের...