ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্র লোকের খেলা। কিন্তু এই ভদ্রলোকের খেলায় অভদ্রের মতো আচরণ করেছে ভারতীয় ক্রিকেট দল। গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। খেলার শুরুতে টস হওয়ার পর রীতি অনুসারে দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করেন। কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি। শুধু তাই নয়, খেলা শেষ হওয়ার পর রীতি অনুসারে দুই দলের খেলোয়াড় এবং অফিসিয়ালরা মাঠে নেমে একের অন্যের সাথে হ্যান্ডশেক করে সৌজন্য সাক্ষাৎ করলেও তা করেনি ভারত। ভারত ম্যাচ জয় নিশ্চিত হওয়ার পর সোজা ঢুকে যায় ড্রেসিংরুমে। পাকিস্তানের খেলোয়াড়েরা তখন হাত মেলানোর অপেক্ষায় মাঠেই দাঁড়িয়ে ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের খেলোয়াড়, কোচ, সাবেক...