ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। ওই ঘটনায় কাঠগড়ায় এখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এশিয়া কাপের বাকি অংশ থেকে পাইক্রফটকে ‘তাৎক্ষণিকভাবে অপসারণের’ দাবি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। পিসিবির অভিযোগ, রবিবারের ম্যাচে টসের সময় প্রচলিত নিয়ম ভেঙে পাইক্রফট-ই নাকি দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেন। এমন অভিযোগের পরদিনই (সোমবার) বিষয়টি আরও বড় করে তুলেছে পিসিবি। নাকভি এক্সে লিখেছেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট ও এমসিসি আইন ভঙ্গের অভিযোগে আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছি। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে পিসিবি।’ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির কাছে ইতোমধ্যে বিষয়টির ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে- আসলে সত্যিই পাইক্রফট টসে দুই অধিনায়ককে শুভেচ্ছা বিনিময় থেকে বিরত...