এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল ছাপিয়ে বড় আলোচনার বিষয় এখন অন্য ঘটনা। তবে ক্রিকেটীয় আলোচনাও থেমে নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পাকিস্তান দলের অসহায় আত্মসমর্পণের পর যেমন উত্তরসূরিদের তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার মতে, বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মান পাকিস্তান দলের নেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বোলিং-ব্যাটিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ৭ উইকেটের জয় পায় ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ৯ নম্বরে নেমে পেসার শাহিন শাহ আফ্রিদির ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানের ক্যামিওতে কোনোমতে ১২৭ পর্যন্ত যেতে পারে সালমান আলি আগার দল। ছোট পুঁজি নিয়ে বোলিংয়েও লড়াই জমাতে পারেনি পাকিস্তান। আভিশেক শার্মার বিধ্বংসী শুরুর পর সুরিয়াকুমার ইয়াদাভের ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ২৫ বল...