নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাদেরকে এলাকাবাসী আটক করে থানায় দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে। আটকরা হলেন- চীনা নাগরিক লি উই হাও (৩০) আর তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)। উদ্ধার হওয়া তরুণীরা-কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে পোশাককর্মী আলফা আক্তার (১৮), মোজফরপুর...