১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম নওগাঁর রাণীনগরের পারইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গ্যারেজ ভেঙ্গে দোকান ঘর নির্মাণের বিষয় নিয়ে চলছে নানা নাটকীয়তা। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যে দফায় দফায় চলছে অভিযোগ দাখিল ও সংবাদ সম্মেলন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পারইল উচ্চ বিদ্যালয়ের প্রবেশের মুখে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিনের ছাউনির বাহন রাখার স্থান। বহুবছর ধরে ওই স্থানটি গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকার অনেক দূরবর্তি শিক্ষার্থীরা তাদের চলাচলের বাহন হিসেবে বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে এসে ওই গ্যারেজে রেখে পাঠগ্রহণ শেষে আবার বাড়ি ফিরে। সম্প্রতি শিক্ষার্থী ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গ্যারেজের শিক্ষার্থীদের সাইকেল রাখার ছোট্ট স্থানটি ভেঙ্গে বহিরাগতদের ভাড়া প্রদানের...