১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইলে চাঁদা দাবির একটি ঘটনাকে কেন্দ্র করে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারধরের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এসময় সহকর্মীরা আহত সাইদারকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। মামলার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানের মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের নাম ভাঙিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষক...