ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫-২৬ ইংরেজি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, মো. রেজাউল করিম, মাকসুদা পারভীন, অসীম রঞ্জন সিকদার, মো. আমিনুল ইসলাম তালুকদার, নীল কমল সানা, অভিনাস দাড়িয়া এবং মো. শহিদুল ইসলাম।ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান, তানজিলা মল্লিকা এবং জান্নাহ মাসাবী মিরু দুলা।অনুষ্ঠানে...