বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত চার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুধু রাঙামাটি শহর এলাকায় ৬০০ পরিবারের প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের শিকার বলে জানা গেছে। জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার হ্রদ তীরবর্তী অসংখ্য পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর দিনযাপন করছেন। বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকার বহু পরিবার পানিবন্দি অবস্থায়। জুরাছড়ি উপজেলায় বেশকিছু রাস্তা ডুবে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, এবার চলতি মৌসুমে তিনবার প্লাবিত হতে হয়েছে। এতে বসতঘর ও ফসলি জমি ডুবে...