আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে এক বিশেষ প্রক্রিয়া চালুর পরিকল্পনা করছে বলে জার্মানি। এমনটাই জানিয়েছে জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান কর্তৃপক্ষ কাতারে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করছে এবং শিগগিরই একটি প্রতিনিধি দলকে কাবুলে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। যুক্তরাষ্ট্র ২০২১ সালে আফগানিস্তান থেকে তড়িঘড়ি সেনা প্রত্যাহারের পর দেশটির ক্ষমতা দখল করে তালেবান। এরপর, জার্মানি দেশটিতে আফগান অভিবাসীদের প্রত্যাবাসন নিষিদ্ধ করে। গত বছর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফেরত পাঠানোর প্রক্রিয়া সীমিত পর্যায়েই ছিল। ২০২৪ সালের আগস্টে জার্মানি চার্টার ফ্লাইটে ২৮ আফগানকে এবং ২০২৫ সালের জুলাইয়ে আরও ৮১ জনকে আফগানিস্তানে ফেরত পাঠায়। বিল্ডের তথ্যমতে, এদের প্রত্যেকেই ছিলেন দ-প্রাপ্ত অপরাধী। এখন জার্মান সরকার আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ‘আরও সহজ, নিয়মিত ও ব্যাপক’ করতে চাইছে। চার্টার ফ্লাইটের বদলে নিয়মিত...