ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ সহিংস রূপ নিয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলার বিক্ষুব্ধরা উপজেলা পরিষদ কার্যালয়ে আগুন দেয় এবং ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর করে। সরেজমিনে জানা যায়, সকালে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলসহকারে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত কয়েকজন পুলিশ সদস্য আশ্রয় নিতে বাধ্য হন। পরে উত্তেজিত জনতা থানার ভেতরে ভাঙচুর চালায়। থানার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা পুলিশ সদস্যরা আটকা পড়েন। এরপর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়েও ভাঙচুর করা হয়। সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণেও বাধা দেওয়া হয় এবং কয়েকজন...