বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য করায় ক্ষোভে ফেটে পড়েছে জেলার ক্রীড়া সংগঠকরা। অ্যাডহক কমিটি গঠনের আট মাস পর কমিটি থেকে ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের স্থলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজী এনাম আহমেদ যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগনেতা কাজী নাবিল আহমেদের ভাই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে অ্যাডহক কমিটির করার নির্দেশনা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সে অনুযায়ী গত ২২ জানুয়ারি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে পদাধিকারবলে আহ্বায়ক জেলা প্রশাসক, ক্রীড়ানুরাগী হিসেবে সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, সাবেক ফুটবল ও হকি খেলোয়াড় হিসেবে এ জেড এম সালেক, কোচ হিসেবে শ্রীনিবাস হালদার, ছাত্র প্রতিনিধি হিসেবে সাবিউল আলম শিমুল, ক্রীড়া সাংবাদিক হিসেবে...