২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এবং দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গণতন্ত্রকে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি হিসেবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এর ফলে জনগণ তাদের ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অধ্যাপক গোলাম পরওয়ার জনগণের অধিকার আদায়ে গণআন্দোলনের ওপর জোর দেন। তিনি...