নেপালে তরুণ-তরুণীদের দুদিনের সরকারবিরোধী বিক্ষোভে ৩ লাখ কোটি রুপির ক্ষতি হয়েছে। কেবল পর্যটন খাতেই ক্ষতি হয়েছে ২ হাজার ৫০০ কোটি রুপি। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অর্থনীতিবিদদের শঙ্কা, এই অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশেরও কম হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর বিক্ষোভে নামে তরুণ-তরুণীরা। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সেই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। ঝড়ে পড়ে ১৯টি তাজা প্রাণ। ৯ সেপ্টেম্বর বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর কাঠমান্ডুর বাইরে। পার্লামেন্ট ভবন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের বাসভবনে আগুন দেয় তরুণ-তরুণীরা। পাঁচ তারকা হোটেল হিলটনসহ অসংখ্য দোকান পাট, ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে ভাঙচুর-লুটপাটের ঘটনাও। তাছাড়া, নিরাপত্তা বিবেচনায় ৩ দিন...