ভারত-পাকিস্তান ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের আচরণে ক্ষোভ প্রকাশের একদিন পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি অভিযোগ তুলল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে।বোর্ডের দাবি, এশিয়া কাপ থেকে অবিলম্বে এই জিম্বাবুইয়ান কর্মকর্তাকে সরাতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লিখেছেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেট আইনের লঙ্ঘন করেছেন ম্যাচ রেফারি। আমরা চাই, এশিয়া কাপ থেকে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া হোক। ’ পিসিবির অভিযোগ, পাইক্রফট একপক্ষের হয়ে অবস্থান নিয়েছেন। তিনি নাকি অধিনায়কদের হাত না মেলানোর নির্দেশ দিয়েছেন, যা তার ক্ষমতার বাইরে। ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, পিসিবি এমনকি তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেল বয়কটের হুমকিও দিয়েছে। ওই ম্যাচের দায়িত্বেও রয়েছেন পাইক্রফট। যদিও বিষয়টি স্বাধীনভাবে...