সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন। প্রথমে শিক্ষার্থীরা রাজি না হলেও এক ঘণ্টা পর তারা রাস্তা থেকে উঠে যান। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সরকার আলাদা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আশ্বাস দিলেও তাদের মূল দাবিগুলো মানেনি। বরং এখন তিতুমীর কলেজে এইচএসসি যুক্ত করার আলোচনা চলছে, যা আগে কখনও ছিল না। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাবেদ ইকবাল বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এক ঘণ্টার জন্য ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। দাবিগুলো মধ্যে রয়েছে— তিতুমীরের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, এইচএসসি যুক্ত না করা এবং আসন সংখ্যা...