জেন–জি আন্দোলনের সময় নেপালের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। বড় বড় সুপারস্টোর থেকে শুরু করে ছোট দোকান পর্যন্ত ভাঙচুর ও চুরি হয়। তবে আন্দোলনের কয়েক দিন পর এখন অনেক স্থানীয় মানুষ চুরি বা লুট করা জিনিস ফিরিয়ে দিতে শুরু করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নেপালি ভাষার সংবাদমাধ্যম ‘সেতুপাতি’। সবচেয়ে আলোচিত ঘটনা হলো— কেউ সিজি-র বিশালনগর শোরুম থেকে নেওয়া একটি রাইসকুকার ভাতসহ ফিরিয়ে দিয়েছেন। সিজি শোরুমের খুচরা ব্যবস্থাপক বসন্ত পাল বলেন, ‘আমরা স্থানীয়দের সহযোগিতায় মাইকিং করে অনুরোধ করেছিলাম। এক ব্যক্তি আমাদের রাইসকুকারে ভাত রান্না করছিলেন। পরে তিনি সেটি ভাতসহ ফেরত দেন।’ এমনই আরেকটি ঘটনা ঘটেছে ভাটভাটেনি সুপারস্টোরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক দোকানে মদের বোতল নিয়ে আসেন।...