ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে তারা প্রায় ২০ হাজার আহত সেনাকে চিকিৎসা দিয়েছে। যাদের অর্ধেকেরও বেশি মানসিক সমস্যায় ভুগছে। মন্ত্রণালয়ের তথ্য অনুয়াযী, যুদ্ধকালীন সময়ে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়া সেনাদের প্রায় ৫৬ শতাংশ যুদ্ধ পরবর্তী মানসিক ট্রমা (পিটিএসডি) এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। চিকিৎসা পাওয়া আহতদের মধ্যে ৯ শতাংশ মাঝারি থেকে গুরুতর শারীরিক আঘাতে ভুগছে, ৫৬ জন সেনার শরীরের ক্ষতি শতভাগের বেশি, ২৪ জন সেনা ১০০ শতাংশ অক্ষম, ১৬ জন পক্ষাঘাতগ্রস্ত, ৯৯ জন কৃত্রিম অঙ্গ পেয়েছেন। এদিকে মোট আহতদের মধ্যে ৪৫ শতাংশ শারীরিকভাবে আহত, ৩৫ শতাংশ শুধুমাত্র মানসিক সমস্যায় আক্রান্ত, ২০ শতাংশ উভয় ধরনের আঘাতে (শারীরিক ও মানসিক) আক্রান্ত। আহত ২০ হাজারের সেনাদের মধ্যে ৬৪ শতাংশ রিজার্ভ বাহিনীর সদস্য।প্রতিমাসে...