বরিশালে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করার ঘটনায় দায়ের করা মামলায় রায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডিতরা হলেন—বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা ইস্রাফিল আকনের ছেলে কবির আকন ও একই গ্রামের মোসলেম বেপারীর ছেলে জব্বার বেপারী। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জাসার পাশাপাশি দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন। মামলার বরাতে আজিবর বলেন, মামা বাড়ি থেকে বেরিয়ে ২০১৩ সালের ২৮ জুলাই সকালে খাদিজা বেগম একা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন পূর্ব কোড়ালিয়া গ্রামের হামিদ হাওলাদারের বাগানের পাশে শিলনিয়া খালের মধ্যে ভাসমান অবস্থায়...