নির্বাচন পেছাতে চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞাসা করুন, কী প্রমাণ আছে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি? তিনজন সচিবকে জামায়াতপন্থি বলা হচ্ছে, তাহলে বাকি ৯৭ জন কার? আমরা এসব বলি না, কারণ আমরা এসব নোংরামিতে বিশ্বাস করি না।৫ দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণাতিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট দিতে কোনো জটিলতা নেই, বিদ্যমান পদ্ধতির মতোই। বরং জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা কমবে। অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটাও মানতে বলব, আমাদের দাবি যৌক্তিক হলে সেটাও মানতে বলব– যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক।নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রশ্নে ডা. তাহের বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে করি না। ফেব্রুয়ারির আগে এখনো পাঁচ মাস সময় রয়েছে, এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর...