অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন (৪০), সোনিয়া ওরফে সনি (২৫) এবং নোয়াখালীর বাসিন্দা মোমিনুল ইসলাম সোহাগ (৪৩), যিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি বাসে করে অন্য জেলা থেকে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এ সময় মোমিনুল ইসলাম সোহাগ একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়ার কাছে হস্তান্তর করার সময় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। ব্যাগ তল্লাশি করে প্রায় সাত কেজি গাঁজা, নগদ ৯ হাজার ৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন...