এশিয়ান ক্রিকেটে সবচেয়ে বড় ক্রিকেট মহারণ হয় ভারত-পাকিস্তানের মধ্যে। দুই দলের বাইশ গজের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি থেকে শুরু করে টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মাঝেও। সূচি ঘোষণার পরই আলাদা জায়গা তৈরি করে নেয় গণমাধ্যমেও। এশিয়া কাপেও সেই ধারা অব্যাহত আছে। তবে এবার মাঠের খেলা নয়, এক তিক্ত কারণে আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। গতকাল এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে টসের সময়ও হাত মেলাতে দেখা যায়নি দুই দলের অধিনায়ককে। ম্যাচ শেষেও হাত মেলানো তো দূরের কথা পাকিস্তানি ক্রিকেটারদের দেখে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ শেষে যথারীতি হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা, কিন্তু ম্যাচ শেষ হতেই হাত না মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান ভারতীয় ক্রিকেটাররা। এমন ঘটনার পরে ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ নিয়ে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের...