নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি ১৭ দিন চিকিৎসা শেষে সোমবার বিকেলে হাসপাতাল ত্যাগ করেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতির সঙ্গে তিনি চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছাড়পত্র পেয়েছেন। ঘটনার দিন থেকেই তিনিসহ একদল চিকিৎসক নুরের চিকিৎসা তদারকি করেছেন। প্রথমে ওসেকে রাখা হয় এবং পরে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড গঠন করে তার চিকিৎসা চালিয়েছে। গত ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।...