রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, বর্তমানে এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে— হারলেই খেলা ভালো হয়নি। আমার কাছে মনে হয়, এটি দুনিয়ার সবচেয়ে বাজে মনোভাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।ড. সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৩৫ বছর পর আমরা রাকসু নির্বাচন নিয়ে কাজ করছি। এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। বিভিন্ন দাবিদাওয়া, বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা আজকের অবস্থানে এসেছি। সবার সহযোগিতা পেলে আগামী ২৫ সেপ্টেম্বর সুন্দর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। আমাদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।তিনি আরও বলেন, এ নির্বাচনে...