বলিউডে টিকে থাকা নিয়ে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনো প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।’এছাড়া, সোশ্যাল মিডিয়ার ভুয়া ফলোয়ার নিয়ে অভিনেত্রী অভিযোগ তোলেন। তার দাবি, ‘৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সবার সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।’বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়াতবে তিনি নিজে কখনোই এই প্রস্তাব গ্রহণ করেননি বলে জানান, ‘আমার কাছেও অনেকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের পছন্দ করি।...