এশিয়ান হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চুনতি অভয়ারণ্যের বন পুনরুদ্ধারে চুনতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ২৫ হেক্টর জমিতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ দেশীয় প্রজাতির চারারোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। একই সাথে অভয়ারণ্যের ভেতর আকাশমনি প্রজাতির বৃক্ষ অপসারণের উদ্যোগ নেয়া হয়। জানা যায় , চুনতি অভয়ারণ্যের গহীণ জঙ্গলে সাপমারা এলাকা থেকে এ দেশীয় প্রজাতির চারা রোপণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন , চুনতি অভয়ারণ্য হলো এশিয়ান হাতীর অন্যতম আবাসস্থল। এছাড়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থান। এ বনকে রক্ষা...