১০টি ক্যাটাগরিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ জাতীয় সমবায় পুরস্কার-২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ ক্যাটাগরিতে ১৪টি জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ১০টি শ্রেণি/ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে এবং ৪ জন সমবায়ীকে (২জন পুরুষ, ২জন মহিলা) ২০২৪ সালের সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হবে। গত ৮ সেপ্টেম্বর সমবায় অধিদপ্তরে নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ স্বাক্ষরিত পত্রে এতথ্য জানানো হয়। সমবায় সমিতির শ্রেণি/ক্যাটাগরিসমূহ হল- ১.কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ২. সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় ৩. উৎপাদনমুখী সমবায় ৪. ব্যবসায়ী সমবায় ৫. মুক্তিযোদ্ধা সমবায় ৭. মহিলা সমবায় ৮. পেশাভিত্তিক সমবায় ৯. গৃহায়ন বা বহুমুখী সমবায় এবং ১০. বিশেষ ও অন্যান্য শ্রেণি আবেদন করার জন্য আবেদন ফরম প্রাপ্তিস্থান পল্লী উন্নয়ন ও...