চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে খড়গপুর বিজেপি কার্যালয়ে যা ঘটেছে, তারপর আর শুধু স্থানীয় রাজনীতি নয়, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আলোচনা তুঙ্গে। খড়গপুর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস প্রকাশ্যে জুতাপেটা করেছেন নিজের দলের নেতা অশোক সিংহকে। মুহূর্তেই এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নিছক হাতাহাতি নয়; বরং এর পেছনে রয়েছে দলের ভেতরের গভীর দ্বন্দ্ব, প্রভাব বিস্তারের লড়াই আর অভিযোগ-পাল্টা অভিযোগের ঝড়। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যক্তি ফুটপাথে চাউমিনের দোকান বসাতে চাইছিলেন। তার জন্য দশ হাজার টাকা দাবি করেছিলেন মমতা দাস। সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আসল ব্যাপার অশোক সিংহের। তার কথায়, ‘অশোক সমাজবিরোধী। বিজেপির কেউই তাকে মানে না।’ অন্যদিকে অশোক দাবি করেছেন,...