ডাকসুর নির্বাচিত চারজন নারী সদস্যের ছবি শেয়ার করে ক্যাপশনে বাজে মন্তব্য জুড়ে দেওয়ায় চাকরি হারিয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা সহকারী রাকিবুল মবিন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিআইজিডির এক বিবৃতিতে গবেষণা সহকারী রাকিবুল মবিনের সঙ্গে ‘সম্পর্কের ইতি টানার’ কথা জানানো হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর রাকিবুল মবিনের মন্তব্যে আপত্তি জানিয়ে বিআইজিডিকে চিঠি দেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। তাতে রাকিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। চিঠি দেওয়ার দুদিনের মাথায় তাকে চাকরিচ্যুত করলো বিআইজিডি। বিআইজিডির বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি রাকিবুল মবিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ। তবে এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত...