এক বছরেরও বেশি সময়, কয়েক হাজার ডলার, উদ্ভাবনী ক্ষমতা, হতাশা এবং জেট স্কি--- ৩১ বছরের ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আবু দাখার গাজা থেকে ইউরোপ সফরের ইঙ্গিত মেলে এই কয়েকটা শব্দে৷ জেট স্কিতে করে দুর্বার সমুদ্র পার হয়েছেন তিনি এক বছরেরও বেশি সময়, কয়েক হাজার ডলার, উদ্ভাবনী ক্ষমতা, হতাশা এবং জেট স্কি--- ৩১ বছরের ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আবু দাখার গাজা থেকে ইউরোপ সফরের ইঙ্গিত মেলে এই কয়েকটা শব্দে৷ নৌকা নয়, বরং জেট স্কিতে করে দুর্বার সমুদ্র পার হয়েছেন তিনি৷ নিজের সফরের প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছেন আবু৷ প্রথমে ইটালি, তার পরে জার্মানিতে এসে পৌঁছেছেন তিনি৷ ইসরায়েল-হামাস সংঘাতেবিধ্বস্ত গাজা ভূখণ্ড৷ আঁচ লেগেছে পশ্চিম তীরেও৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিরমৃত্যু হয়েছে৷ আবু জানিয়েছেন, ২০২৪ সালের এপ্রিলে পাঁচ হাজার...