ড্রাগন ফল ব্যবসায়ীর ১৬ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে আজিজুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী শাহীনুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগটি ঝিকরগাছা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন। আসামি আজিজুল হক কিশোরগঞ্জের ভৈরব থানার ঘোড়াকান্দা এলাকার সিরাজুল হকের ছেলে এবং ঢাকার মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা। বাদী শাহীনুজ্জামান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কোটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে ও ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালে আজিজুলের সঙ্গে ফল ব্যবসায়ী শাহীনুজ্জামানের পরিচয় হয়। ওই সময় ব্যবসার অংশ হিসেবে শাহীনুজ্জামান ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে আড়াই কোটি টাকা দিয়ে ছয়টি রিকন্ডিশন্ড মাইক্রোবাস কিনে নিজ...