অতিপ্রাকৃত কিছু ঘটনার গল্প নিয়ে পরিচালক ভিকি জাহেদ বানিয়েছেন শর্টফিল্ম ‘অন্ধ বালক’। নাজিম উদ্দৌলার লেখা গল্পে এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে ‘অন্ধ বালক’। ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, “প্রায় এক বছর আগে ঢাকার বিভিন্ন লোকেশনে 'অন্ধ বালক' ফিল্মের দৃশ্যধারণ করেছিলাম। এখন এটা প্রচারে আসছে এটা ভালো লাগার। নাজিম উদ্দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টেরস্টিং। "শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির এই শর্টফিল্ম বা ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।" ‘অন্ধ বালকের’ চিত্রনাট্য নিয়ে ভিকি বলেন, এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মত...